উয়েফা ইউরোতে সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে বিতর্কিত এক জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে খেলায় সমতা থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় বিতর্কিত এক পেনাল্টি পায় ইংল্যান্ড এবং সেখান থেকেই আসে জয়সূচক গোলটি।
রাহীম স্টার্লিং ডি বক্সে গিয়ে পরে যায়। সেখান থেকে পেনাল্টির বাশি বাজান রেফারি। কিন্তু সেটা মোটেও পেনাল্টির মত ঘটনা ছিল না।
এছাড়াও ইংল্যান্ডের একটি ম্যাচ কেবল হয়েছে রোমে। বাকি সব ম্যাচই হয়েছে নিজেদের মাটিতেই। এখানেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ইতালিয়ান মিডিয়াগুলো।
কিন্তু কেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তারা? প্রতিবেদনে জানুন বিস্তারিত..