কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। আগামী ১১ তারিখ সকালে হাইভোল্টেজ এই ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।
তবে এই ম্যাচের আগে বিতর্কিত এক মন্তব্যই করেছেন প্যারাগুয়ের লিজেন্ড জোসে লুইস চিলাভার্ট। জানিয়েছেন, মেসি এবং আর্জেন্টিনার শিরোপা জিততে হলে হারাতে হবে রেফারিকেও।
চিলাভার্ট বলেন, “মেসির দল এবং তার সতীর্থদের প্রস্তুত থাকতে হবে ব্রাজিল, নেইমার, ভিএআর এবং রেফারিকে হারানোর জন্য।
“কনবেমল ভয়ানক। তারা এমন একজন রেফারি ফাইনালের জন্য নিয়োজিত করেছে যিনি পেরু এবং প্যারাগুয়ের ম্যাচে বিতর্কিত ছিলেন। সে ছিল ভয়ানক। সে অযৌক্তিক ভাবে লাল কার্ড দিয়েছিল প্যারাগুয়ের অধিনায়ক গোমেজকে। এরপর সে পেরুর আন্দ্রে কারিল্লোকেও লাল কার্ড দিল।
“আমি মেসির কাছ থেকে ৩/৪ গোল দেখা পছন্দ করব। মেসি এবং তার সতীর্থদের ১০০০ শতাংশ দিয়ে খেলতে হবে।”