বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ১৯২ রানের লিড পেয়েছে বাংলাদেশ। আজ নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৭৬ রানে অল আউট হলে এই বিশাল লিড পায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের ইনিংসটা অবশ্য আরও বড় হওয়ার অপেক্ষায় ছিল। তাদের শুরুটাও ছিল দারুণ। ওপেনার সাম্বা ৪১ রানে আউট হলেও আরেক ওপেনার কাইটানো করেন ৮৭ রান। তিনে নামা টেইলর করেন ৮১ রান।
তবে তাদের বিদায়ের পর আর কেউই হাল ধরতে পারেনি ইনিংসের। সাকিব আল হাসান এবং মেহেদী হাসানের তান্ডবে দ্রুতই শেষ হয় তাদের ইনিংস।
সাকিব আল হাসান ৪টি এবং মেহেদী হাসান ৫টি উইকেট শিকার করেন।