সুন্দরবন ডেক্স: সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চাঁন্দেশ্বর এলাকা থেকে তিন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, ১৫০ ফুট নাইলনের ফাঁদ সহ একটি দা উদ্ধার করা হয়। ০৯ জুলাই (শুক্রবার) সকালে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃ শিকারীরা হচ্ছে, পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের বাসিন্দা আবুল শিকদারের ছেলে শাহদাত শিকদার (৩১), আব্দুল মালেক খানের ছেলে কাইয়ুম খান (২১) ও দক্ষিণ চরদুয়ানি গ্রামের বাসিন্দা আব্দুল ছত্তারের ছেলে জাকারিয়া (২৪)।শরণখোলা ষ্টেশন কর্মকর্তা (এসও) আ. মান্নান জানান, গোপন তথ্যের ভিত্তিতে চান্দেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের ৫ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি খালের ভেতর থেকে শিকারীদের আটক করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা একটি মামলা দ্বায়ের করা হয়েছে।