সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে করোনা সুরক্ষা সামগ্রী দিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
শনিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ১০টি অক্সিমিটার ও করোনা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত,
শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান, বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, আওয়ামীলীগ নেতা এম .রশিদ আকন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, শ্রমিকলীগ সভাপতি মেজবাউদ্দিন খোকন, সাংবাদিক শেখ মোহম্মদ আলী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আ. মালেক রেজা।