খবর বিজ্ঞপ্তি
খুলনায় করোনা মহামারি আকার ধারণ করছে। হাসপাতালে করোনা ইউনিটে শয্যাসংকটসহ অক্সিজেন সংকট প্রকট হয়ে পড়ছে। এ সংকটে পাশে এসে দাঁড়িয়েছে নানা সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনা জেলা শাখার উদ্যোগে (শুক্রবার) বিকেলে খুলনা অক্সিজেন ব্যাংকে দু’টি অক্সিজেন সিলিন্ডার(ফুল সেট) প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনা জেলা শাখার আহবায়ক নাগরিক নেতা এড. কুদরৎ ই খুদা, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খালিদ পাশা জয়, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন, সমাজসেবক জামিল আহমেদ, খুলনা অক্সিজেন ব্যাংকের সভাপতি সালাহ উদ্দীন সবুজ, উপদেষ্টা শাহ জিয়াউর রহমান স্বাধীনসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
Post Views:
22