শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জ এক গৃহিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রাম থেকে রেশমা বেগম(২৭) এর মরদেহ নীজ বাড়ি থেকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
দুই সন্তানের মা রেশমা বেগম ওই গ্রামের দিনমজুর রেজাউল খানের স্ত্রী। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মৃধা ও স্থানীয়রা বলেন, বেলা ৩ টার দিকে রেজাউল মাঠে কাজের জন্য গেলে ৫টার দিকে খবর পান তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গৃহিনী রেশমা বেগমের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ থানায় আনা হয়েছে।ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে।