ল্যাতিন শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ পেরুকে হারিয়েছে কলম্বিয়া। ম্যাচে পেরুকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
ম্যাচে কলম্বিয়ার হয়ে জোড়া গোল করেন লুইস দিয়াজ। একটি গোল করেন কুয়াদরাদো। অন্যদিকে পেরুর হয়ে গোল দুটি করেন ইয়ুটুন এবং লাপাদুলা।
ম্যাচের ৪৫ মিনিটে প্রথমে গোল করে পেরুকে এগিয়ে দিয়েছিলেন ইয়ুটুন। তবে ৪৯ মিনিটে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান কুয়াদরাদো।
৬৬ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। কিন্তু ৮২ মিনিটে লাপাদুলা গোল করে পেরুকে ফেরান সমতায়।
কিন্তু খেলা শেষ হওয়ার আগেই নির্ধারিত ৯০ মিনিট পর ইনজুরি টাইমে লুইস দিয়াজ গোল করে ফের এগিয়ে দেন কলম্বিয়াকে এবং সেই গোলটিই কলম্বিয়ার জয় নিশ্চিত করে।