প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ১১ জুলাই ২০২১
ঝিনাইদহের কালীগঞ্জে উপজলার শিবনগর পশ্চিমপাড়া কবরস্থানরর পাশের একটি মেহগনি বাগান থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করছ পুলিশ। রবিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে ওই নবজাতককে উদ্ধার করে কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লক্স ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুর রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে হাট শিবনগর এলাকায় আসছিল। পথিমধ্য শিবনগর পশ্চিমপাড়া কবরস্থানরর পাশে মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকর কান্নার শব্দ শুনতে পান।
এ সময় তিনি নবজাতকে পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি কোরে তুলে নেন। এরপর শিবনগর এলাকায় ফরিদ হোসেনের বাড়িতে নিয়ে আসেন। বর্তমান শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায় আছে। কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
function myFunction() {
if ( document.body.scrollTop > 10 || document.documentElement.scrollTop > 10) {
navbar.classList.add("sticky")
x[0].classList.add("st")
} else {
navbar.classList.remove("sticky");
x[0].classList.remove("st");
}
}
Source by [সুন্দরবন]]