কোপা আমেরিকার এবারের আসরে হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছে ল্যাতিন আমেরিকার দুই সেরা দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
হাইভোল্টেজ এই ম্যাচে ১৩ মিনিটের সময় নেইমারের সামনে সুযোগ এসেছিল দলকে এগিয়ে নেয়ার জন্য। কিন্তু নেইমার ঠিকমত শট নিতে না পারলে সুযোগ হাতছাড়া হয় ব্রাজিলের।
কিন্তু ২১ মিনিটের সময় অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। রোদ্রিগো ডি পলের দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে ফাকা মাঠে বল পেয়ে যায় ডি মারিয়া। সেখান থেকে ব্রাজিল গোলকিপারকে পরাস্ত করতে কোন সমস্যাই হয়নি আর্জেন্টাইন তারকার।