কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা উৎসব করেছে আর্জেন্টিনা। আজ সকালে অনুষ্ঠিত এই ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে তারা।
এই ম্যাচে ব্রাজিলকে হারানো একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে ব্রাজিল দ্বিতীয়ার্ধে অনেকগুলো সুযোগ পেয়েছিল যা তারা কাজে লাগাতে পারেনি।
এই ম্যাচের পর নেইমারকে বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছে আর্জেন্টিনা কোচ স্কালোনি। তিনি বলেন, “মেসির পর নেইমারই বিশ্বের দ্বিতীয় সেরা প্লেয়ার। তাকে আটকানো অসম্ভব। ব্রাজিলের সবগুলো বিপজ্জনক আক্রমন এসেছে তার কাছ থেকেই।”