বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আম পেয়ে এবার প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে ৮শ’ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ৮০টি কার্টনভর্তি আনারস একটি পিকআপ ভ্যানে করে ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে।
আজ ১১ জুলাই ২০২১, সকাল সাড়ে ৯টায় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় (নোম্যান্সল্যান্ড) মুখ্যমন্ত্রীর পক্ষে এসব আনারস হস্তান্তর করেন ত্রিপুরার শিল্প বাণিজ্য ও পর্যটন বিভাগের পরিচালক তড়িৎ কান্তি চাকমা। চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের ২য় সচিব উদত ঝা উপস্থিত থেকে উপহারের আনারসগুলি গ্রহণ করেন।
চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের ২য় সচিব উদত ঝা বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপহার এই রাজ্যের সুস্বাদু আনারস পাঠানোর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হলো ।
উল্লেখ্য যে, চলিত মাসের ৫ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩শ’ কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন।