কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছর পর এই প্রথম কোন বড় আসরের শিরোপা জিতল আর্জেন্টিনা।
তবে এই ফাইনালের আগেই লিওনেল মেসি আমাকে বলেছিল যে, এই ফাইনাল আমার। এমনটাই জানিয়েছেন ম্যাচে জয়সূচক গোলটি করা ডি মারিয়া।
ডি মারিয়া বলেন, “এটা ভুলার মত নয়। মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে, আমিও মেসিকে ধন্যবাদ জানিয়েছি। মেসি আমাকে বলেছিল, এই ফাইনাল আমার হতে যাচ্ছে।
“বিশ্বকাপ সামনেই আসছে। তার আগে এই শিরোপা অবশ্যই আমাদের অনুপ্রেরণা যোগাবে।”