অন্যান্য ফসলের তুলনায় মাল্টার ফলন ও বাজারমূল্য বেশি হওয়ায় মাল্টা চাষে ঝুঁকে পড়ছেন চাঁদপুর জেলার ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরের চাষিরা। এছাড়াও চলতিবছর নতুন করে মাল্টা চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন উদ্যোক্তারা।
স্থানীয় কৃষিবিভাগ জানিয়েছেন, চলতি মৌসুমে মাল্টা চাষের জন্য জায়গা প্রস্তুত করছেন একাধিক চাষি। এছাড়াও গত কয়েকও বছরে যেসব চাষি বেশি লাভবান হয়েছেন তারা সম্প্রসারণ করছেন মাল্টার চাষ।
চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের লোদের গাও গ্রামের কৃষক মোহাম্মদ ইউসুফ পাঠান। দুই যুগ ধরে তার ৩৩ শতক জমি পতিত ছিল। ২০১৮ সালে কৃষি অফিসের পরামর্শক্রমে প্রায় ১ লাখ খরচ করে ১৩০ টি মাল্টা গাছ লাগিয়ে শুরু করেন মাল্টা চাষ। বর্তমানে বাগানের মাল্টার গাছগুলোতে থোকায় থোকায় ঝুলে আছে মাল্টা।
চাষি ইউসুফ পাঠান আরও জানান, যদি প্রাকৃতিক দুর্যোগে বড় কোনো ক্ষতির সম্মুখীন না হই, তাহলে খরচের দ্বিগুণ লাভ হবে।
এ প্রসঙ্গে জেলা কৃষি অধিদফতরের উপ–সহকারী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খরচের তুলনায় অধিক লাভবান হওয়ায় জেলায় মাল্টা চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনী বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।