গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়র ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বিভিন্ন শূন্য পদে দক্ষ জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের নাগরিকগণের নিকট হতে আবেদন আহবান করা হচ্ছে। বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য নিচে পাবেন।
Source: Daily Sun, 12 July 2021
Application Deadline: 11 August 2021
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ২০ জুন ২০২১(ইংরেজি), ০৬ আষাঢ় ১৪২৮(বাংলা)
বিজ্ঞপ্তির স্মারক নংঃ ১৪.০০.০০০০.০০৬.১১.০৩০.১৮.১৬৬
কার্যালয়ঃ পোস্টমাস্টার জেনারেল , দক্ষিণাঞ্চল , খুলনা
পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল ও যোগ্যতাঃ
০১) মেইল গার্ড ( ১২ টি পদ)
বেতন স্কেলঃ( ৯০০০-২১৮০০/- গ্রেড ১৭ জাতীয় বেতন স্কেল ২০১৫
কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় পাস হতে হবে। ২য় শ্রেণী বা সমমানের জিপিএ
যেসকল জেলার প্রার্থগন আবেদন করতে পারবেনঃ
০২) ওয়ারম্যান ( ০১ টি পদ )
বেতন স্কেলঃ ৮,৫০০-২০,৫৭০/- গ্রেড ১৯ জাতীয় বেতন স্কেল ২০১৫
*কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় পাস হতে হবে।* কোন স্বীকৃত বোর্ড/ইনসটিটিউট হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বি/সি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে।
যেসকল জেলার প্রার্থগন আবেদন করতে পারবেনঃ
০৩) আর্মড গার্ড ( ০১ টি পদ )
বেতন স্কেলঃ ৮,৫০০-২০,৫৭০/- গ্রেড ১৯ জাতীয় বেতন স্কেল ২০১৫
*কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় পাস হতে হবে।* অস্ত্র চালনায় দক্ষ হতে হবে।
যেসকল জেলার প্রার্থগন আবেদন করতে পারবেনঃ
০৪) প্যাকার ( ০৪ টি পদ )
বেতন স্কেলঃ ৮,৫০০-২০,৫৭০/- গ্রেড ১৯ জাতীয় বেতন স্কেল ২০১৫
*কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় পাস হতে হবে।* সু- স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
যেসকল জেলার প্রার্থগন আবেদন করতে পারবেনঃ
০৫) অফিস সহায়ক( ১১ টি পদ )
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/- গ্রেড ২০ জাতীয় বেতন স্কেল ২০১৫
*কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় পাস হতে হবে।
যেসকল জেলার প্রার্থগন আবেদন করতে পারবেনঃ
০৬) এ্যাটেনডেন্ট ০১টি পদ অষ্টম শ্রেনী বা জুনিয়র স্কুল পাস। বেতনঃ ৮২৫০-২০০১০
০৭) রানার ০৪ টি পদ- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। বেতনঃ ৮২৫০-২০০১০
০৮) নিরাপত্তা প্রহরী ০৬ টি পদ– মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । বেতনঃ ৮২৫০-২০০১০/-
০৯) গার্ডেনার (মালী) ১ টি পদ– অষ্টম শ্রেনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বেতনঃ ৮২৫০-২০০১০/-
১০) পরিচ্ছন্নতা কর্মী(সুইপার) ৫ টি পদ- অষ্টম শ্রেনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বেতনঃ ৮২৫০-২০০১০/-
শর্তসমূহ:
১। ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর । তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর।বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এযাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে
এবং কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
৩। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪।প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র , জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায়অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা আবেদনের যে কোন পর্যায়ে বাতিল করা যাবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে |
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
Source: Observerbd, 20 June 2021
Application Deadline: 20 July 2021
অনলাইনে আবেদনের নিয়মঃ
আরো বিস্তারিত দেখুন উপরের ইমেজে।
ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার ফলাফল,ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা, বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ, বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি,ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ, বাংলাদেশ ডাক বিভাগ খুলনা নিয়োগ, ডাক বিভাগ চট্টগ্রাম নিয়োগ,ডাক বিভাগের নতুন নিয়োগ, বাংলাদেশ ডাক বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ফরম,খুলনা ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি,ডাক বিভাগ রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি, ডাক বিভাগ রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2021, বাংলাদেশ ডাক বিভাগ রাজশাহী নিয়োগ, বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 202১,ডাক বিভাগ অনলাইন আবেদন,ডাক বিভাগ চাকরি, ডাক বিভাগ জব সার্কুলার, বাংলাদেশ ডাক বিভাগ জব সার্কুলার, dak bivag job circular 2021,dak bibag circular 2021,dak bivag jobs, dak bivag bangladesh niyog, bd dak bivag niyog 2021,