লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের মাছ চাষি শাহিনের পুকুরে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় শাহিন মিয়া তার নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে রাতে প্রতিবেশী আপেল মিয়া তার চাষকৃত পুকুরে বিষ ঢেলে দেন।
পুকুর মালিক শাহিন মিয়া বলেন, লাভের আশায় এ বছরও মাছ ছেড়েছিলাম। কিন্তু প্রতিহিংসার বশবর্তী হয়ে আপেল মিয়া পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) গুলফামুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।