ইউরো ২০২০ এর গোল্ডেন বুটের পুরষ্কার জিতে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টুর্নামেন্টে সর্বোচ্চ ৫টি গোল করেছেন তিনি। কিন্তু ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি তার।
ইউরোর সেরা একাদশে গোলকিপার হিসেবে আছেন ইতালির ফাইনাল জয়ের নায়ক ডুনারুম্মা। ডিফেন্সে আছেন স্পিনাজোলা, বুনুচ্চি, মাগুইরে এবং ওয়ালকার।
মিডফিল্ডে আছেন পেড্রি, জর্জিনহো, হোজবার্গ। আক্রমন ভাগে আছেন স্টার্লিং, লুকাকু এবং চিয়েসা।