কবুতরের চোখে ইনফেকশন এবং প্রদাহজনিত সমস্যায় করণীয় যেসব কাজ রয়েছে সেগুলো কবুতর পালনকারীদের জানা দরকার। বর্তমান সময়ে অনেকেই শখের বসে আবার অনেকেই বাণিজ্যিকভাবে কবুতর পালন করে থাকেন। কবুতর পালনের সময় চোখে ইনফেকশন এবং প্রদাহজনিত সমস্যা দেখা দিতে পারে। চলুন আজ জানবো কবুতরের চোখে ইনফেকশন এবং প্রদাহজনিত সমস্যায় করণীয় সম্পর্কে-
১। এধরনের সমস্যা দেখা মাত্র প্রথমেই নিম পাতা সিদ্ধ পানি দিয়ে পাখির চোখ হালকা করে ধুয়ে দিন, পানিতে হাত ভিজিয়ে একটু দূর থেকে হালকা করে পানিটা ছোখে ছিটিয়ে দিবেন। এভাবে দিনে ৩-৫ বার দিবেন। দিনের বেলা একটা পাত্রে গোসলের জন্য নিম পাতা সিদ্ধ পানি দিন, পাখি নিজে থেকে গোসল করলে এমনিতে চোখ ধুয়ে যাবে। আঘাতজনিত কারণে চোখে ইনফেকশন হলে নিম পাতা সিদ্ধ পানি ব্যবহারের পর হালকা করে এক টুকরা এত ভেরা জেল ক্ষতস্থানে লাগিয়ে দিন, দিনে ৩ বার লাগাবেন পর পর ৩ দিন।
নিমের দ্রবণঃ ১৫ টি দেশী নিম পাতা ভালো করে ধুয়ে ১ লিটার পরিমাণ ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এর পরে পাত্রটি ঢাকনি দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট ধরেহালকা আঁচে সিদ্ধ করুন। পানির রঙ হালকা সবুজাভ বাদামী হলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় ঠাণ্ডা হতে দিন।
২। প্রতিদিন কিছু সময় কবুতরকে রোদ এ রাখতে হবে। গরম কালে ৫-১০ মিনিট এবং শীতকালে ৩০ মিনিট।
৩। কবুতরকে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়াবেন ( গ্রুপ এর ফাইল সেকশন এ পাখির খাবারের তালিকা মেনে চলুন), স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুন পরিমান সবুজ শাক সবজি খাওয়াবেন। সবুজ শাকসব্জি চোখের সু স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য।
৪। চিকিৎসা চলাকালীন অবস্থায় পাখিকে সফট ফুড এবং এগ ফুড খাওয়াবেন না, অন্য কোনো মেডিসিন/ সাপ্লিমেন্ট দিবেন না।
৫। সমস্যা সম্পূর্ণ সেরে যাবার পর আরো ২ দিন নিম পাতা সিদ্ধ পানি দিয়ে দিনে ১ বার চোখ ধুয়ে দিবেন।
আরও পড়ুনঃ পোলট্রি খামারে রোগ নিয়ন্ত্রণ করার সহজ উপায়
লেখাঃ সিফাত
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার