প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০২১
সাজ্জাদুল আলম শাওন, জামালপুর থেকে: জামালপুরের মাদারগঞ্জে লোকালয়ে ১০ হাত লম্বা একটি অজগর সাপ আটক করেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার সকালবাজার গ্রামের হাফিজুরের সুপারি বাগানের জালে আটকা পরে সাপটি। আটকা পড়া সাপটিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বালিজুড়ী তারতাপাড়া সকালবাজার গ্রামের কৃষক মোসলেম উদ্দিন বাড়ির পাশের সুপারি বাগানে প্রতিদিনের মত পরিচর্যা করতে গেলে দেখতে পান জমির চারপাশে দেওয়া জালে আটকা পড়ে নিস্তেজ হয়ে আছে সাপ।
এরপরই তিনি স্থানীয়দের সহযোগীতায় সাপটি উদ্ধার করতে সফল হন। উদ্ধার করা অজগর সাপটি ১০ হাত লম্বা। ধারণা করা হচ্ছে সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। তবে জমির আলে জাল থাকায় অজগরটি সেখানে আটকে যায়। এ সময় বিশাল আকৃতির অজগর সাপ আটকের খবর মুহূর্তেই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত লোক জড়ো হয় মোসলেম উদ্দিনের বাড়িতে। সংবাদ লেখার আগ পর্যন্ত বন বিভাগের কোন কর্মকর্তার সেখানে দেখা যায়নি।
function myFunction() {
if ( document.body.scrollTop > 10 || document.documentElement.scrollTop > 10) {
navbar.classList.add("sticky")
x[0].classList.add("st")
} else {
navbar.classList.remove("sticky");
x[0].classList.remove("st");
}
}
Source by [সুন্দরবন]]