প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০২১
মানিকগঞ্জে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে আটক করেছে মানিকগঞ্জ সিপিসি (র্যাব ৪)। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার নওখন্ডা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করেছে র্যাব। র্যাব-৪ এর মানিকগঞ্জ কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত জুয়ারি, নওখন্ডা গ্রামের জহিরুল ইসলাম (৩৫) মোঃ গোলাম মোস্তফা (৩৪) মোঃ আনোয়ার হোসেন (৩৫) মোঃ ইসমাইল হোসেন (৪৫) মোঃ বিরেন রাজবংশী (৩৭)। লেঃ কমান্ডার আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থা ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
function myFunction() {
if ( document.body.scrollTop > 10 || document.documentElement.scrollTop > 10) {
navbar.classList.add("sticky")
x[0].classList.add("st")
} else {
navbar.classList.remove("sticky");
x[0].classList.remove("st");
}
}
Source by [সুন্দরবন]]