শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হচ্ছেন পূর্ব সরালিয়া গ্রামের জামাল শেখ(৫৭) ও তার ছেলে রাব্বি শেখ(৩৫)।পুলিশ ১২ জুলাই সোমবার রাত ১০ টার দিকে তাদের দুজনকে গ্রেফতার করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে জামাল ও তার ছেলে রাব্বিকে আটক করে। তাদের নিকট থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও আটক জামাল শেখের দেয়া তথ্য মতে তার মেয়ে মালা বেগমের ঘর থেকে ১২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মালা বেগমকে পুলিশ আটক করতে পারেনি।এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
আটক জামাল শেখের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় ১০টি, তার ছেলে রাব্বির বিরুদ্ধে দুটি ও মেয়ে মালা বেগমের বিরুদ্ধে ১টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। জামাল শেখের গোটা পরিবার পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।