রিয়াল মাদ্রিদ ছেড়ে কিছুদিন আগেই পিএসজিতে যোগ দিয়েছেন সার্জিও রামোস। আগামী মৌসুমে নতুন ক্লাবটির জার্সি গায়ে লড়াই করবেন তিনি।
পিএসজির প্রধান টার্গেটই হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। সেটার জন্যই এত কিছু করছে তারা। আর সেই প্রতিযোগিতায় রিয়ালের সঙ্গে পিএসজির দেখা হতেই পারে। তখন কি রামোস গোল করলে সেটা উৎযাপন করবেন?
রামোস কিন্তু সেটা করবেন না বলেই জানিয়েছেন। রামোস বলেন, “রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা ক্লাব। আমি এই ক্লাবের বিপক্ষে গোল বা জয় কোনটাই উৎযাপন করতে পারব না। এই ক্লাব আমার হৃদয়ে আছে।
“এই্ ক্লাব ছেড়ে চলে আসাটা কষ্টের ছিল। তবে আমি অন্য একটি গ্রেট ক্লাবে এসেছি এবং আমি আনন্দিত। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং আমি জিততে চাই। আমি ইতিহাস তৈরি করতে চাই।”