এবারের কোপা আমেরিকাতে দুজন সেরা খেলোয়াড় রয়েছে। তারমধ্যে একজন হচ্ছে লিওনেল মেসি এবং একজন হচ্ছে নেইমার জুনিয়র। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের আগেই এই কথা বলেছিল কনমেবল।
মেসি এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৪টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। নেইমার দুটি গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্ট করেছেন। স্বাভাবিক ভাবেই কোপা আমেরিকার সেরা একাদশে আছেন তারা দুজনেই।
কনমেবল এবারের কোপা আমেরিকার সেরা একাদশ প্রকাশ করেছে। সেখানে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে আছে ৪ জন এবং রানার্সআপ ব্রাজিল থেকে আছে তিন জন।
আর্জেন্টিনার চারজন হচ্ছে- গোলকিপার মার্তিনেজ, ডিফেন্ডার রোমেরো, মিডফিল্ডার ডি পল এবং ফরোয়ার্ড মেসি।
ব্রাজিলের তিনজন হচ্ছেন- ডিফেন্ডার মার্কুইনহোস, মিডফিল্ডার ক্যাসমিরো এবং ফরোয়ার্ড নেইমার।
এছাড়া বাকি চারজন হচ্ছেন, ইস্তুপিনান, ইসলা, ইয়ুটন এবং দিয়াজ।