পোলট্রি খামারে বাচ্চার ব্রুডার প্রস্তুত করতে যা যা করা জরুরী সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখতে হবে। লাভজনক হওয়ায় বর্তমানে অনেকেই পোলট্রি খামার গড়ে তুলছেন। পোলট্রি খামারে বাচ্চার ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এ লেখায় আমরা জেনে নিব খামারে বাচ্চার ব্রুডার প্রস্তুত করতে যা যা করা জরুরী সেই সম্পর্কে-
খামারে বাচ্চার ব্রুডার প্রস্তুত করতে যা যা করা জরুরীঃ
১। বাচ্চা নিয়ে আসার ২-১ দিন আগেই প্রয়োজনীয় খাদ্য, পানির পাত্র ও জীবানুনাশক দিয়ে স্প্রে করে প্রস্তুত করে রাখতে হবে।
২। ভালোভাবে তুষ বিছানোর পর বাচ্চার পরিমাণ অনুযায়ী চিকগার্ড বসিয়ে দিতে হবে। চিকগার্ড বসানোর পরে পুরাতন খবরের কাগজ কয়েকটি স্তরে বিছিয়ে দিব। এভাবে আমরা ৬ থেকে ৮টি পত্রিকার স্তর তৈরি করতে পারলে ভালো হয়। এতে করে যে স্তরটি নোংরা হয়ে যাবে সেই স্তরটি সরিয়ে ফেললেই বাকিগুলো পরিষ্কার থাকবে।
৩। বাচ্চার ব্রুডিং এর শুরুতে যে স্থানে ব্রুডিং করানো হবে সেখানে ৩ থেকে ৪ ইঞ্চি করে লিটার বিছিয়ে দিতে হবে ভালো করে। এ ক্ষেত্রে ব্রুডারে লিটার হিসেবে তুষের ব্যবহার করা ভালো। তুষ না পাওয়া গেলে এর পরিবর্তে চটের বস্তা ব্যবহার করা যেতে পারে।
৪। চিক গার্ডের ভিতরে একপাশে ভূমি হতে ২-১ইঞ্চি উপরে থার্মোমিটার ঝুলিয়ে রাখতে হবে। যাতে নিয়মিত তাপমাত্রা পর্যবেক্ষণ করা যায়।
৫। বাচ্চার পরিমাণ অনুযায়ী হোবার সেট করতে হবে। প্রয়োজনীয় তাপমাত্রা অর্থাৎ ৩৫ ডিগ্রী সেলসিয়াস তাপ যাতে হয় সে অনুযায়ী হোবারে বাল্ব দিতে হবে। বাচ্চা ব্রুডারে দেওয়ার অন্তত ২ থেকে ৪ঘন্টা আগে হোবার জ্বালিয়ে রাখতে হবে।
আরও পড়ুনঃ শীতকালে লেয়ার মুরগির খামারে যে বিষয়গুলোকে গুরুত্ব…
পোল্ট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার