স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পরিচ্ছন্নকর্মীরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের সামনে কর্মীরা এ বিক্ষোভ করেন।
জানা যায়, ১২০ জন আউটসোর্সিং শ্রমিক পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। করোনার মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সিটি করপোরেশনের বর্জ্য পরিষ্কার করছিলেন তারা।
গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বেতন পেলেও এরপর থেকে সব বকেয়া হয়ে গেছে।
কেসিসি সূত্র জানায়, এসব কর্মীর হাজিরা সংক্রান্ত জটিলতা আছে। মেয়র অসুস্থ থাকায় বিষয়টি সুরাহা হতে বিলম্ব হচ্ছে।
Post Views:
15