কোপা আমেরিকার এবারের আসরে ব্রাজিলের একটি বিষয় পরিষ্কার হয়ে ধরা দিয়েছে। সেটা হচ্ছে তাদের নেইমারের উপর নির্ভরতা। আর এই বিষয়টি নিয়েই ক্ষেপেছেন সাবেক ব্রাজিল লিজেন্ড রোমারিও।
এবারের কোপা আমেরিকায় নেইমার যতটা ভালো খেলেছে, ব্রাজিল ততটাই খারাপ খেলেছে। আক্রমন ভাগে নেইমারকে ছাড়া বাকিরা ছিল একেবারেই ছন্নছাড়া। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঝমাঠও ঠিকঠাক নিয়ন্ত্রন করতে পারেনি ব্রাজিল। আর রাইট উইংয়ের কোন প্লেয়ারই তো ছিল না।
কোপা আমেরিকায় এবারের ব্রাজিলের খারাপ খেলার সঙ্গে যোগ হয়েছে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হার যা কোন ভাবেই মেনে নিতে পারছেনা রোমারিও। তিনি সমালোচনা করেছেন ব্রাজিল কোচ টিটের।
রোমারিও বলেন, “আমরা একটি বিশ্বকাপের খুব কাছে আছি। এই সময় অন্য একজন কোচকে নিয়োগ করাটা কঠিন যিনি হয়তো নতুন মুখ নিয়ে আসতে পারেন দলে।
“কিন্তু এটাও খুব কঠিন যে টিটেকে নিয়ে সেখানে যাওয়া। টিটের গেম কোন কাজেই আসছে না। সে দলকে পুরোপুরি নেইমার নির্ভর বানিয়ে দিয়েছে।”
এই মুহূর্তে ব্রাজিলের কোচের জন্য সেরা অপশন হচ্ছে গার্দিওলা এমনটাও মন্তব্য করেছেন রোমারিও। তিনি বলেন, “ব্রাজিলের কোচের জন্য সেরা অপশন হচ্ছে গার্দিওলা।”
নেইমার নির্ভরতা নিয়ে তিনি বলেন, “আমাদের কি গ্রেট প্লেয়ার আছে? হ্যা অবশ্যই আছে। কিন্তু জাতীয় দল যেভাবে খেলছে সেটা ভয়ানক। এটা অনেকটাই নেইমারের ম্যাচ বলা যায়। তার উপরই নির্ভর করে সব। কিন্তু বর্তমানে ফুটবল আর একজনের ম্যাচ নেই বা একজন কোন কিছু করতে পারেনা যদি না তার সঙ্গে আরও দুই বা তিনজন থাকে।”