সেফালি আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপির উদ্যোগে ২৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই বুধবার বিকেলে এ খাদ্য সহায়তা আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ ভূইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ ওজিয়ার রহমান পিকলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, অমল সাহা নান্টু, অশোক সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ তাজিনুর রহমান পলাশ।
অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান, শাহজাহান আলী খান, খাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ১৬টি ইউনিয়নে ১৬শ’ পরিবার ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯শ’ মোট ২৫শ’ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।