লকডাউনে কলা নিয়ে বিপাকে পড়েছেন ঝিনাইদহের কৃষকরা। এবারের টানা লকডাউনে বিক্রি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার কালীগঞ্জ উপজেলার কলা চাষিরা। লাভের আশায় কলা চাষ করলেও কঠোর লকডাউনের কারণে কলার দাম ও বিক্রি আগের তুলনায় কমে গেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার স্থানীয় কৃষকরা।
জানা যায়, প্রথমদিকে ভালো দাম পেলেও কঠোর লকডাউন শুরুর পর থেকে কলার দাম কমে যাওয়ায় লোকশান গুনছেন চাষীরা। যেখানে এক কাঁদি চাপাকলা ১৫০ থেকে ৩৫০ টাকা, সবরি কলার কাঁদি ৪০০ থেকে ৫০০ টাকা, সাগর ও রঙিন মেহের সাগর কলার কাঁদি পাইকারি ২৫০ থেকে ৩০০ টাকা বিক্রি হয়। সেখানে প্রতি কাঁদি কলা ২০০ থেকে ৩০০ টাকায় নেমে এসেছে।
ব্যবসায়ী জামাল হোসেন বলেন, এ জেলার মাটি কলা চাষের জন্য ভালো। সারা দেশে কালীগঞ্জ উপজেলার কলার সুনাম রয়েছে। কালীগঞ্জ উপজেলা থেকে প্রতিদিন কলা আসলে কঠোর লকডাউন থাকায় এখন তেমন আসছে না।
উপজেলার কৃষি অফিসার শিকদার মোহাইমেন আক্তার বলেন, এবার কলার উৎপাদন ভালো হয়েছে। তবে কঠোর লকডাউনে বাইরের জেলা থেকে কলা ব্যবসায়ীরা না আশায় লোকসানে পড়েছেন চাষিরা।