চলতি বছর ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ঢাকাতে ৪০-৪৫ টাকা ও খাসির চামড়া সারাদেশে ১৫-১৭ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা ও বকরীর চামড়া ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ ১৫ জুলাই ২০২১, বৃহস্পতিবার দুপুরে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী এ দর নির্ধারণ করেন ।
নির্ধারিত দর বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, চামড়ার টাকা গরিব মানুষের স্বার্থে যাবে। সেহেতু চামড়া যেন নায্য দামে বিক্রি হয় এবং কোথাও চামড়া নষ্ট না হয় সরকার তা নিশ্চিত করতে চাচ্ছে। গত অর্থবছর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ভালো হয়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে।
চামড়া খাতের ব্যবসায়ী নেতা মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, বাস্তবতার ভিত্তিতে গত বছরের তুলনায় দাম কম হওয়া উচিত। ব্যাংক ঋণ দিলেও তার সুদ আছে। তিনিও গরুর চামড়া গত বছরের তুলনায় ৫ টাকা বেশি দাম নির্ধারণের প্রস্তাব করেন।