সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম বাড়লেও কমেছে আলু ও পেঁয়াজের দাম। প্রতি কেজি চালে দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা।
শুক্রবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মিরপুরের মুসলিম বাজার, ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব বাজারে আলুর দাম ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। পেঁয়াজের দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা।
বাজারে প্রতি কেজি চালে দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। দাম বাড়ে বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকা, মিনিকেট ৬২ থেকে ৬৪ টাকা, পাইজাম চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৭০ টাকা, পোলাওয়ের চাল আগের দামেই ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে পাইকার আর সিন্ডিকেটের কারণে বাড়ছে চালের দাম। ঈদের পরেই আসন্ন লকডাউনে চালের দাম আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।