ছাগল পালন আমাদের দেশে একটি লাভজনক ব্যবসা। তাই গ্রাম অঞ্চলের অধিকাংশ লোকজনই ছাগল পালন করে থাকেন। ছাগল পালনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলের গর্ভবতী থাকাকালীন যত্ন ও পরিচর্যা। এ সময় ছাগল যাতে অসুস্থ ও দুর্বল না হয় সে জন্য প্রয়োজনীয় ঔষধ খাওয়াতে হবে। আসুন জেনে নেই ছাগল গর্ভবতী থাকাকালীন যে সকল ঔষধ খাওয়ানোর উচিত সে সম্পর্কে-
গর্ভবতী ছাগলকে ঔষধ খাওয়ানোর নিয়মঃ
১। রেনাক্যাল পি – রেনেটা – ১০ মিলি করে ১০ দিন
( ১ম ও ২য় মাসে)
২। রেনাসল এডি৩ই – ( রেনেটা)- ৫ মিলি করে ১০
দিন মাসে ( ১ম ও ২য় মাসে)
৩। এসকোমিন ডিবি প্লাস – Advance) – ১০ গ্রাম
করে ( গর্ভের ১৫০ দিনই প্রতিদিন খাওয়াতে
হবে।)
৪। রেনাক্যাল পি -রেনেটা) – ২০ মিলি করে মাসে
১০ দিন – ( ৩,৪,ও ৫ম মাসে খাওয়াতে হবে।)
৫। রেনাসল এডি৩ই – ( রেনেটা) – ৭ মিলি করে
মাসে ১০ দিন ( ৩,৪,ও ৫ম মাসে খাওয়াতে হবে।)
৬। আয়রণ টনিক ( একমি) – ২০ মিলি করে মাসে ১০
দিন ( ৩,৪ ও ৫ম মাসে খাওয়াতে হবে।)
৭। কোন প্রকার Antibiotics ও কৃমিনাশক ব্যবহার
করা থেকে বিরত থাকুন।
৮। জিসাপভেট – square- ৫ মিলি করে ১০ দিন
প্রতিমাসে খাওয়ান।
৯। গর্ভবতী ছাগলের অনেক সময় রুচির সমস্যা
দেখা দেয় তার জন্য লিভাভিট – square- ৫ মিলি করে
১০ দিন প্রতিমাসে খাওয়ান এবং ১৫ দিন পর পর ১ টা
করে জাইমোভেট খাওয়াবেন।
উপরোক্ত নিয়ম অনুসারে গর্ভবতী ছাগলকে ঔষধ খাওয়ালে বাচ্চা দেওয়ার পর মা ছাগলের শরীর দুর্বল হবে না।
আরও পড়ুনঃ গবাদি পশুর উকুন ও তার প্রতিকার
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার