কবুতর পালন করতে গিয়ে সফলতার পথ খুঁজে পেয়েছেন ময়মনসিংহের নান্দাইলের কাটলিপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছোট ছেলে ফরিদ মিয়া। নিজ মেধা,কৌশল ও কর্মশক্তির ইচ্ছার ফলেই ভাগ্য বদলিয়েছেন তিনি। এখন তার দেখাদেখি অনেকেই কবুতর পালনে উদ্যোগী হচ্ছেন বলে ফরিদ জানান।
ফরিদ জানান, নিতান্তই শখের বসে কবুতরের খামার শুরু করি। একজোড়া কবুতর দিয়ে শুরু করলেও বর্তমানে খামারে কবুতরের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। প্রতি মাসে অনেক বাচ্চা দেয়। নিজের মেধা ও কঠোর পরিশ্রমের ফলে আজ আমি স্বাবলম্বী। কবুতর পালনের মাধ্যমে নিজের পরিবারের মাংসের চাহিদা মিটানোসহ প্রতিমাসে অনেক টাকা হচ্ছে।
তিনি আরও বলেন, কবুতর পালন করার মাধ্যমে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। এছাড়াও সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বেকার যুবকেরা নিজেরা স্বাবলম্বী হতে পারে বলেও তিনি জানান।
এ প্রসঙ্গে নান্দাইল যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, বর্তমানে অনেকেই বাণিজ্যিকভাবে কবুতর পালন করে লাভবান হচ্ছেন। ফরিদ একজন সফল আত্মকর্মী ও উদ্যোক্তা। যুব উন্নয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।