সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় সোমবার ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে একটি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। বর ও কনের পিতাকে অর্থ দন্ড করা হয়েছে। তবে, অভিযানের খববর শুনে পালিয়ে গেছে সংশ্লিষ্ট কাজী। উপজেলা নির্বাহী অফিস সূত্র জানায়, ১৯ জুলাই (সোমবার) দুপুরে উপজেলার গোলবুনিয়া গ্রামের সেলিম গাজীর কিশোরী কন্যা দোলনের (১৫) বিয়ের আয়োজন করা হয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট খাতুনে জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গোলবুনিয়া গ্রামের ওই বাড়ীতে অভিযান চালায়। এ সময় শুকৌশলে কাজী পালিয়ে যেতে সক্ষম হন।
পরে, নির্বাহী মেজিষ্ট্রেট আদালত বসিয়ে উপজেলার বকুলতলা গ্রামের আঃ গণি গাজীর পুত্র বর আনোয়ার হোসেন গাজী (২২) কে তিন হাজার টাকা অর্থদন্ড এবং কনের পিতা সেলিম গাজীকে দুই হাজার টাকা অর্থদন্ড দেন।
এছাড়া ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেনা মর্মে সেলিম গাজীর কাছ থেকে একটি মুচলেকা আদায় করা হয়। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাত জানান, শরণখোলায় বাল্য বিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।