গত ১৯ ও ২০ জুলাই দৈনিক সমকাল, দৈনিক কালজয়ী, চারদিক ডট. কম, শিক্ষা ডট. কম ও দৈনিক কালের কন্ঠের অনলাইন সহ কয়েকটি পত্রিকায় বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ভাংচুর করা সেই প্রভাষক এখন অধ্যক্ষ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে সকল তথ্য পরিবেশন করা হয়েছে তা আদৌ সঠিক নয়। মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি কু-চক্রী মহল আমাকে সহ আমার প্রতিষ্ঠান মাতৃভাষা ডিগ্রী কলেজের সুনাম ক্ষুন্ন করতে সংশ্লিষ্ঠ সাংবাদিকদের কাছে কাল্পনিক তথ্য সরবরাহ করেছেন।
আমি এহেন উদ্দেশ্য মুলক মানহানিকর সংবাদের তীব্র-প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।
বিনীত
মো. কামরুল ইসলাম মোল্লা
অধ্যক্ষ (চলতি দ্বায়িত্ব)
মাতৃভাষা ডিগ্রী কলেজ
শরনখোলা, বাগেরহাট ।