ঈদের একদম শেষ মুহুর্তে রাজশাহীতে জমে উঠেছে পশুরহাট। প্রতিবছরের ন্যায় এ বছরও ক্রেতাদের চাহিদার তুঙ্গে রয়েছে মাঝারি সাইজের গরু। দাম একটু বেশি হলেও এমন সাইজের গরু বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, রাজশাহীতে সিটি, নওহাটা ও কাটাখালীসহ বিভিন্ন উপজেলায় বসেছে পশুরহাট। এসব হাটে গরুর পাশাপশি প্রচুর পরিমাণে উঠেছে ছাগলও। ক্রেতাদের উপস্থিতি গতকালের তুলনায় আজ বেড়েছে। এছাড়াও বেচা-কেনা ভালো হচ্ছে বলেও জানিয়েছেন বিক্রেতারা।
গরু-ছাগল বিক্রেতা আমজাদ হোসেন জানান, হাটে গরু-ছাগল ভালোই বিক্রি হচ্ছে। তবে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। সেগুলো বিক্রিও বেশি হয়েছে।
ক্রেতা মানিক ইসলাম জানান, ‘গরুর দাম একটু বেশি মনে হচ্ছে। তিন চারটা গরুর দাম করেছি। এর মধ্যে একটা বেশি পছন্দ হয়েছে। কোরবানির ভাগিরা বলছে ওই গরুটাই কিনতে।
হাটে মাঝারি আকারের একটি গরু কিনেছেন রাজন নামের এক ক্রেতা। তিনি জানান, অল্প টাকার মধ্যে কোরবানির ভাগ দিলে মাঝারি গরুই কিনতে হয়।