একটাই মেয়ে বলে কথা ৷ তার বিয়েতে দুর্দান্ত কিছু উপহার তো দিতেই হয় ৷ তবে অন্ধ্র প্রদেশে এক বাবা তার সদ্য বিবাহিতা কন্যাকে যা উপহার দিলেন, তা শুনে সবারই চক্ষু চড়কগাছ ৷
মেয়েকে এক হাজার কেজির মাছ উপহার দিলেন বাবা ৷ শুধু মাছই নয়, এক হাজার কেজি সব্জি, ২৫০ কেজি চিংড়ি, ২৫০ কেজি মুদিখানার সামগ্রী, ২৫০ শিশি আচার, ২৫০ কেজি মিষ্টি, ৫০টি মুরগি ও ১০টি ছাগল- উপহার হিসেবে সবই মেয়েকে দিলেন তিনি ৷
তেলুগু ঐতিহ্য অনুসারে অশধ মাসম (পবিত্র মাস) উপলক্ষে এই উপহার মেয়েকে দিয়েছেন তিনি। এই বিপুল পরিমাণে উপহার দেখে মেয়ের শ্বশুরবাড়ির লোকেরাও অবাক ৷ অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির ঘটনা ৷
ব্যবসায়ী বাবার একমাত্র কন্যার বিয়ে হয়েছে একেবারেই রাজকীয় ভাবেই ৷ সঙ্গে সেরকমই উপহার ৷ বিয়ের পরে প্রথমবার অশধ মাসম উপলক্ষে মেয়েকে তাই উপহারে ভরিয়ে দিলেন বাবা।