মুরগির খামারকে রোগমুক্ত রাখার উপায় আমাদের দেশের খামারিদের জেনে রাখা দরকার। আমাদের দেশে বর্তমান সময়ে মুরগি পালন একটি লাভজনক পেশা হিসেবে পরিচিতি লাভ করেছে। মুরগি পালনে অন্যতম প্রতিবন্ধকতা হল খামারে বিভিন্ন প্রকার রোগ। খামারকে রোগমুক্ত রাখতে পারলে মুরগি পালনে সহজেই লাভবান হওয়া যাবে। আজ চলুন জেনে নেই মুরগির খামারকে রোগমুক্ত রাখার উপায় সম্পর্কে-
মুরগির খামারকে রোগমুক্ত রাখার উপায়ঃ
১। মুরগির খামারকে রোগমুক্ত রাখতে হলে খামারের মুরগিগুলোকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। যদি কোন মুরগির শরীরে রোগের লক্ষণ বোঝা যায় তাহলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২। খামারের মুরগিগুলোকে রোগের হাত থেকে রক্ষা করতে হলে খামারের বায়োসিকিউরিটি ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে হবে। খামারে অবাধে কাউকে চলাফেরা করতে যাবে না। খামারের ভিতরে কাউকে প্রবেশ করাতে হলে জীবাণুমুক্ত করে তারপর প্রবেশ করাতে হবে। তা না হলে খামারে রোগের জীবাণু ছড়িয়ে পড়তে পারে।
৩। মুরগির খামারকে রোগমুক্ত রাখার জন্য শিডিউল মেনে নিয়মিত ভ্যাকসিন প্রদান করাতে হবে। এতে খামারের মুরগিগুলো রোগের আক্রমণ থেকে রক্ষা পাবে ও খামার রোগমুক্ত থাকবে।
৪। মুরগির খামারকে নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে। প্রয়োজন হলে পানির সাথে জীবাণুনাশক মিশিয়ে মুরগির খামার পরিষ্কার করতে হবে।
৫। খামারের মুরগিকে প্রত্যেকদিন স্বাস্থ্যকর খাদ্য প্রদান করতে হবে। এছাড়াও খামারের মুরগিগুলোর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে হবে। এতে রোগ হওয়ায় সম্ভাবনা কমে যাবে ও মুরগি সুস্থ থাকবে।
আরও পড়ুনঃ ডিম উৎপাদনে পোলট্রি খামারে মুরগির বিশেষ পরিচর্যা
পোল্ট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার