লক্ষ্মীপুরে মেঘনায় জেলেদের জালে ধরা পড়লো ২২ কেজি ওজনের সামুদ্রিক পাখি মাছ। মাছটির পিঠের পাখনা থাকায় এটিকে পাখি মাছ বলছেন জেলেরা। প্রথমবারের মতো এ মাছটিকে দেখতে জারিরদোনা ঘাটে ভীড় জমিয়েছেন উৎসুক জনতা।
শুক্রবার মধ্যরাতে কমলনগর উপজেলার পাটারিরহাটের জারিরদোনা মাছঘাট এলাকায় আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে প্রায় সাত ফুট লম্বা মাছটি।
স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের মাছ ব্যবসায়ী মো. গোফরান দুই হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে স্থানীয় একটি মাদরাসার শিক্ষক মাওলানা আ হ ম নোমান সিরাজি ওই মাছটি কিনে নেন। পরে তিনিসহ ১০ জন মিলে মাছটি ভাগ করে নেন।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, এটি সামুদ্রিক মাছ। পাখনা থাকায় এটিকে পাখি মাছ বলা হয়। বিরল এ মাছ আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, মাছটি দেখতে বিরল প্রজাতির মনে হয়। এ অঞ্চলের জন্য মাছটি পুরোই অপরিচিত। মেঘনায় পানি বৃদ্ধি পাওয়ায় সমুদ্র থেকে মাছটি চলে এসেছে। তবে এ ধরনের মাছ আগে কখনো ধরা পড়েনি।