মাসুম বিল্লাহ: বাগেরহাটের শরণখোলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন অাইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
২৫ জুলাই রবিবার সকালে শরণখোলা থানা পুলিশ আমিনুল ইসলাম মোল্লা (৩০) নামে একজনকে গ্রেফতার করে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২৪ জুলাই শনিবার দিবাগত রাতে উপজেলার রাজাপুর গ্রামের
ঐ কিশোরীর পিতা-মাতা বাড়ীতে না থাকার সুযোগে মামলার একমাত্র আসামী আমিনুল ইসলাম ওই বাড়িতে এসে ঘরের দরজা খুলতে বলায় কিশোরীটি দরজা খুলে দিলে আসামী ঘরে ঢুকেই কিশোরীকে ঝাপটে ধরে খাটের উপরে শুইয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ধস্তাধস্তিতে কিশোরীর পরিধেয় জামা-কাপড় ছিড়ে যায়। কিশোরীর ছোট ভাই সিয়াম হঠাৎ বাড়ীতে এসে ঘটনাটি দেখে ফেলে এবং ডাক চিৎকার করায় অভিযুক্ত আমিনুল পালিয়ে যায়।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং একমাত্র আসামী আমিনুলকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর জবানবন্দী রেকর্ড করার জন্য তাকেও বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।