একসময় বেকার ছিলেন। পরবর্তীতে ভাগ্যবদলের আশায় শুরু করলেন মাছ চাষ। সেখান থেকেই শুরু আর পিছনে ফিরে তাকাতে হয়নি নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দী গ্রামের রুস্তম আলীর।
২০০৮ সালে মাছ চাষ শুরু করলেও সময়ের পরিক্রমায় আজ তিনি মাছ চাষে সফল একজন ব্যক্তি হবার পাশাপাশি ঘুরিয়েছেন নিজের ভাগ্য। তার দেখাদেখি এলাকার অনেক শিক্ষিত বেকার যুবক মাছ চাষে ঝুঁকে পড়ছেন। বর্তমানে তাত ২৫টি পুকুর ও মাছের খামার রয়েছে। এছাড়াও ২০ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
রুস্তম আলী জানান, বর্তমানে মাছ চাষের পরিধি বাড়িয়েছি। পাশাপাশি ব্রয়লার, গরু ছাগলসহ অন্যান্য সমন্বিত চাষাবাদ করছি। এতে করে তার ভালই লাভ থাকে। এক সময় বেকার থাকলেও আজ আমি স্বাবলম্বী।
তিনি আরও জানান, বর্তমানে তার মাছ খামারে রুই, কাতলা, পুঁটি, সিলভার কার্প, গ্রাস কার্প, পাবদাসহ অন্যান্য প্রজাতির মাছের রেনু বিভিন্ন হ্যাচারি থেকে সংগ্রহ করে চাষ করা হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, রুস্তম আলী মাছ চাষে একজন সফল খানারি। মৎস্য অফিস থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছেন। আগামীতে ও তাকে সহযোগিতা করা হবে।