মাছ চাষে খাদ্য তৈরির জন্য উপকরণ নির্বাচনে যা বিবেচনা করতে হবে সেগুলো মাছ চাষিদের ভালোভাবে জেনে রাখতে হবে। পুকুরে মাছ চাষে লাভবান হওয়ার জন্য মাছের খাদ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাছের শারীরিক বৃদ্ধি দ্রুত হওয়ার জন্য অনেকেই খাদ্য তৈরি করে পুকুরে প্রয়োগ করেন। এক্ষেত্রে খাদ্য তৈরির উপকরণগুলো নিয়ে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হয়। আজ আমরা জানবো মাছ চাষে খাদ্য তৈরির জন্য উপকরণ নির্বাচনে যা বিবেচনা করতে হবে সেই সম্পর্কে-
মাছ চাষে খাদ্য তৈরির জন্য উপকরণ নির্বাচনে যা বিবেচনা করতে হবেঃ
১। মাছ চাষে খাদ্য তৈরির উপকরণ এমন হতে হবে যেগুলো মাছের দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করবে ও মাছের বৃদ্ধিতে সহায়তা করবে। এমন কোন খাদ্য উপকরণ মাছকে প্রদান করা যাবে না যেগুলো মাছের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
২। মাছ চাষে এমন খাদ্য উপকরণ নির্বাচন করতে হবে যেগুলো দীর্ঘদিন রেখে দিয়ে মাছকে খাওয়ানো যায়। এতে মাছের জন্য অনেক দিনের খাদ্য মজুদ রাখা যাবে। তবে খেয়াল রাখতে হবে যাতে মেয়াদ শেষ হওয়ার আগেই যেন সেগুলো মাছকে খাওয়ানো হয়।
৩। মাছের খাদ্য উপকরণ নির্বাচনের সময়ে এমন খাদ্য উপাদন নির্বাচন করতে হবে যেগুলোর বাজার মূল্য তুলনামূলকভাবে কম ও বেশি পুষ্টিগুণ রয়েছে। এতে মাছের খাদ্য খরচ কমে যাবে ও মাছ চাষে লাভ আরও বেশি হবে।
৪। মাছ চাষের ক্ষেত্রে মাছের জন্য এমন সব খাদ্য উপকরণ বাছাই করতে হবে যেগুলো দীর্ঘ সময় ধরে পুকুরে থাকলেও পুকুরের পরিবেশ নষ্ট করবে না। এছাড়াও মাছ যাতে সহজেই খেতে পারে এমন খাদ্য উপাদান মাছকে খাওয়াতে হবে।
৫। পুকুরে মাছের খাদ্য হিসেবে এমন উপকরণ নির্বাচন করতে হবে যেগুলো স্থানীয় বাজারে সব সময় পাওয়া যায়। এছাড়াও যে খাদ্য উপাদানগুলো মাছ বেশি খাবে সেই খাদ্য উপাদানগুলোই মাছকে খাওয়াতে হবে।
আরও পড়ুনঃ রাজশাহীতে রঙিন মাছ চাষে শিক্ষার্থী ফয়সালের সাফল্য
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার