সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরনখোলায় চোরাইকৃত একটি ইজি-বাইক সহ এক যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে ২৬ জুলাই (সোমবার) দুপুরে শরনখোলা থানা পুলিশের এস আই উৎপল রায়ের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মোংলা উপজেলার ফেরীঘাট এলাকা হতে ইজি-বাইকটি সহ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কাঞ্জনপাড়া গ্রামের বাসিন্দা মো. মোশারফ সরদারের ছেলে মো. নাঈম সরদার (২০) কে আটক করে।
এ সময় তার স্বীকার উক্তি মতে, শরনখোলা উপজেলার উত্তর খোন্তাকাটা গ্রামের বাসিন্দা মো. মৃত. নুর-মোহম্মদ হাওলাদারের ছেলে মো. আসাদ হাওলাদারের ভাড়ায় চালিত ইজি-বাইকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইজি-বাইকের মালিক আসাদ বাদী হয়ে গত ২৬, জুলাই (সোমবার) শরনখোলা থানায় মো. নাইম সরদার সহ অজ্ঞাত নামা ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা দ্বায়ের করেছেন।
শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, নাইমকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে, এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।