টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে প্রাক্তন শিক্ষক মো: শহিদুজ্জামানের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
জানা যায়, পারিবারিক কলহের জেরে জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার ঘটনা ঘটতে পারে এমনটাই ধারনা করছেন এলাকাবাসী।
ভুক্তভোগী শহিদুজ্জামান বলেন, পুকুরটি বেশ কিছু দিন আগে তার ভাতিজা আতিকুজ্জামানক মাছ চাষের জন্য দায়িত্ব দেন। গত ১৯ জুলাই দিবাগত রাতে কে বা কারা পুকুরে মাছ মারার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করলে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে।