বাগেরহাটে কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ হাজারের অধিক মাছের ঘের। এতে চাষিদের প্রায় ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।
বাগেরহাট মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাটের সদর, কচুয়া, রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ, ফকিরহাট, শরণখোলাসহ বিভিন্ন উপজেলার ১৭ হাজার ৩৭৫টি মৎস্য ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে চাষিদের দুই কোটি ৫১ লাখ টাকার সাদা মাছ, সাত কোটি ১৫ লাখ টাকার চিংড়ি মাছ এবং ২৪ লাখ টাকার কাকড়া-কুচিয়া ভেসে গেছে।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা এলাকার চাষী হাকিম বলেন, আমার ৬ বিঘার ঘের ডুবেছে। এতে আমার অনেক টাকা ক্ষতি হয়েছে।
কচুয়া উপজেলার ঘের চাষি ছালাম মোল্লা বলেন, আমার ঘের তলিয়ে সব শেষ হয়ে গেছে। সামনের দিনগুলো কিভাবে চলবো মাথায় আসছেনা। সরকারি সাহায্যে না পেলে আমাদের আর ঘুরে দাঁড়াতে পারবো না।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল বলেন, বৃষ্টির পানিতে জেলায় ১৭ হাজারের অধিক মৎস্য ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আবহাওয়া এমন থাকলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।