সুগন্ধিযুক্ত কলম্বো লেবু চাষ করে স্বাবলম্বী হয়েছেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের গুকলনগর গ্রামের বাবুল চৌধুরী। স্থানীয় বাজারে দাম ভাল হওয়ায় লাভবান হচ্ছেন বলে জানান। এছাড়াও তার লেবু বিদেশেও রপ্তানি হয়ে থাকে।
জানা যায়, দীর্ঘদিন যাবত বাণিজ্যিকভাবে কলম্বো জাতের লেবুর আবাদ করে আসছেন। দীর্ঘদিন যাবত রপ্তানি বন্ধ থাকায় তিনি পরেছেন বিপাকে। বর্তমানে এই দুঃসময়ে রপ্তানি বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে তার বেশ মন্দা যাচ্ছে বলে জানান চাষি বাবুল।
স্থানীয় বাসিন্দা নারায়ন বিশ্বাস, চন্দ্র শীল, সামসুলসহ অনেকে জানান, তার সফলতা দেখে গ্রামের বেশ চাষি উদ্ভুদ্ধ হয়ে লেবু চাষ শুরু করেছে । সারাদেশসহ স্থানীয় বাজার গুলোতেও এ লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। যার ফলে তারা বাড়তি আয় করছেন। তা ছাড়াও এই গ্রামের চাষীদের দারিদ্রতা বিমোচনেও অগ্রণী ভূমিকা রাখছে ।
বাবুল চৌধুরী বলেন, গত ২০ বছর পূর্বে নিজ উদ্যোগে ভারত থেকে ৩৫ হাজার টাকায় কলম্বো জাতের এক হাজার চারা ২শ ৪০ শতক জমিতে রোপণ করি। প্রতিবছর কলব করে ১ হাজার ৪ শ শতক জমিতে বানিজ্যিক ভাবে চাষাবাদ শুরু করি। এই লেবু চাষ করে অথনৈতিকভাবে সফলতা পেয়েছি।