পেঁপে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুড়ুরা গ্রামের আব্দুল্লাহ আল তুহিন। তার দেখাদেখি পেঁপে চাষে উদ্বুদ্ধ হচ্ছেনা গ্রামের অন্যান্য চাষিরা।
জানা যায়, লেখাপড়া শেষ করে তুহিন৩ একর জমিতে ৪ লাখ টাকা খরচ করে পেঁপে বাগান গড়ে তুলেছেন। পাশাপাশি সাথী ফসল হিসেবে আদার চাষও শুরু করেছেন। এরই মধ্যে ৬ মণ আদা বিক্রি করা হয়েছে বলেও জানান তিনি।
তুহিন জানান, টপ লেডি, রেড লেডি জাতের মোট ১৪০০ চারা দিয়ে পেঁপের চারা রোপণ করি। প্রতিটি গাছেই বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বছরে পেঁপে চাষে ব্যাপক আয় হবে।
তিনি আরও জানান, রেড লেডি জাতের পেঁপেগুলো বেশ বড়। ফলের রং লাল-সবুজ। এক একটি ফলের ওজন দেড় থেকে দুই কেজি হয়। প্রতিটি গাছে ৪০টির বেশি ফল হয়।
ভালুকা উপজেলা কৃষি অফিসার জেসমিন জাহান জানান, পেঁপে চাষের জন্য এই অঞ্চলের মাটি ও আবহাওয়া অনূকুল। পেঁপে চাষে তুহিন দারুণ সফল হয়েছেন। এ ব্যাপারে তাকে কৃষিবিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এছাড়াও নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শমূলক সেবা প্রদান করা হচ্ছ বলেও তিনি জানান।