বিদেশি অন্যান্য ফলের মধ্যে একটি অন্যতম দামি ফল হল অ্যাভোকাডো। ভিটামিন সি, মিনারেল, প্রোটিন ও শর্করা সমৃদ্ধ এই ফলটি এখন চাষ হচ্ছে মাগুরা হর্টিকালচার সেন্টারে৷ সবুজ সোনা খ্যাত এই ফলটির বিশ্বব্যাপী রয়েছে প্রচুর চাহিদা। এছাড়াও এই ফল ১ থেকে দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি হয়।
মাগুরা হর্টিকালচার সেন্টার অফিস সূত্র জানিয়েছে, অ্যাভোকাডোসহ অন্যান্য চড়া দামের যে সব ফল ও ফসল রয়েছে সেগুলোর সম্প্রসারণ নিয়ে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে ফরিদপুরের বামনডাঙ্গা হর্টিকালচার সেন্টারে অ্যাভোকাডো ফলের চাষ হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ড. হামিদুর রহমান বলেন, অ্যাভোকাডো পৃথিবীতে আলোচিত একটি দামি ফল। এই ফলটির দামই কেবল চড়া নয় এর পুষ্টিগুণও অনেক।
মাগুরা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. রোকনুজ্জামান বলেন, এই ফল দেখতে অনেকটা আমের মতো, রং গাঢ়ো সবুজ। প্রতিটা চারার দাম ২৫০ টাকা থেকে ৪০০ টাকা। বাজারে এই ফল কেজিপ্রতি এক হাজার থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়।