ফজলুর রহমান, রংপুরঃ মুজিববর্ষ উপলক্ষ্যে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ভু-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলায় সেচ সম্প্রসারণ ইআইআরপি” প্রকল্পের আওতায় শনিবার বৃক্ষরোপণ কর্মসূচীর ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান শনিবার ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযোগ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ উপলক্ষে রংপুরের বদরগঞ্জ উপজেলার সম্প্রতি পূনঃখননকৃত মরা তিস্তা খালের পাড়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূনঃখননকৃত বোয়ালের দাড়া খালের পাড় এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পূনঃখননকৃত আওলা পুকুর পাড়ে ২০২১-২২ অর্থ বছরের বৃক্ষরোপন কর্মসূচীর ভার্চুয়ালী উদ্বোধন করা হয়।
বিএমডিএ রংপুরের ইআইআরপি’র প্রকল্প পরিচালক তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ, বদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাসুম এবং বিএমডিএর নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদ।
বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান এ সময় সংশ্লিষ্ট সকল জেলা ও উপজেলা প্রশাসনকে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার আহবান জানান।