বর্তমান সময়ে সারাদেশে ব্যাপক শুরু হয়েছে পেঁপে চাষের বাণিজ্যিক উৎপাদন। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে পেঁপে চাষে স্বপ্ন দেখছেন কামরুজ্জামান পনির নামের এক কলেজ শিক্ষার্থী।
জানা যায়, করোনাভাইরাসের কারণে কলেজ বন্ধ থাকায় বাসায় অবসর সময়ে পেঁপে চাষ শুরু করেন। নিজেদের ৮ শতক জমিতে ৮৮ টি চারা লাগিয়েছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গেঁগড়া গ্রামের কলেজ শিক্ষার্থী কামরুজ্জামান পনির। বর্তমানে প্রতিটি গাছেই এসেছে ফল। চলতি মৌসুমে পেঁপে বিক্রি করে অনেক টাকা আয় হবে বলে জানান কামরুজ্জামান।
কামরুজ্জামান বলেন, কলেজ বন্ধ থাকায় পেঁপের বাগান করার আগ্রহ জন্মায়। যেমন ভাবনা তেমনি কাজ। ৮ শতক জমি প্রস্তুত করে গ্রিন লেডি জাতের পেঁপে চারা লাগাই। এ যাবত ব্যয় হয়েছে ৫৫০০-৬০০০ টাকা।
তিনি আরও বলেন, যেকেউ চাইলেই বেকার বসে না থেকে মনের ইচ্ছায় নিজেরাই উদ্যোক্তা হতে পারেন। এতে করে বেকার সমস্যা দূর হবার পাশাপাশি অন্যের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করা যায়। লেখাপড়া শেষে ভবিষ্যতে একজন উদোক্তা হবার স্বপ্ন বুকে লালন করেন বলেও তিনি জানান।
এদিকে কামরুজ্জামানের এমন উদ্যোগের প্রশংসা করছেন এলাকাবাসী। তার দেখাদেখি এখন এলাকার অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হচ্ছে বলে জানান এনামুল নামের এক ব্যক্তি।