সুন্দরবন ডেক্স: শরণখোলায় রোববার (৮ আগস্ট) বিকেলে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শরণখোলা উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
শরণখোলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা।
উপজেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, রফিকুল ইসলাম কালাম, আবুল হোসেন নান্টু,জিয়া উদ্দিন তালুকদার, আকন্দ ইব্রাহীম সুমন, ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান।